গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা অসম্ভব। তাই শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষাকে যথোপযুক্ত গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
সোমবার (২৭ মার্চ) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্গম এলাকা থেকে লেখাপড়া করে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও জোরালো ভূমিকা পালন করা দরকার।
উদাখালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উদাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ টিটু মিয়া, প্রধান শিক্ষক গৌতম চন্দ্র অধিকারী।
এর আগে সাংসদ মাহমুদ হাসান রিপন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি এক লক্ষ টাকা ব্যয়ে দুইতলা ভবন ও একটি উর্দ্ধমুখী ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এমি/দীপ্ত