আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘মালিক আসগর স্কোয়ারে তল্লাশি চৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল। তবে তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’
হামলার লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও, ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে বলে জানিয়েছেন জাদরান।
ইতালীয় এনজিও পরিচালিত হাসপাতালের এক কর্মকর্তা জানান, ১২ জন আহত রোগীর পাশাপাশি তারা দুটি মৃতদেহ গ্রহণ করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে কাবুলসহ দেশটির অন্যান্য শহরাঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা।
এফএম/দীপ্ত সংবাদ