মহান স্বাধীনতা দিবসে নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনহাজার ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৬ মার্চ) জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে এই ট্যাব বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সারাদেশে সরকারি–বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম–দশম শ্রেণীর প্রথম–দ্বিতীয়–তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ২লক্ষ ট্যাব বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় নওগাঁতেও এই ট্যাব বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এসময় শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত ছয়জন এবং পরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের (পিএন) নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত ছয়জনসহ মোট ১২জন শিক্ষার্থীর হাতে এই ট্যাব তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠনে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসানসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, জেলায় ৫০০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন হাজার ট্যাপ বিতরণ করা হবে।
তিনি বলেন জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাতে ট্যাবগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হওয়ার গৌরব অর্জন করতে পারে
আফ/দীপ্ত সংবাদ