কাতার বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এবার মাঠে নামার অপেক্ষায় ব্রাজিলও। রবিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেসের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচটিকে কেন্দ্র করে ঘোষিত দল ছিলো চমকে ভরপুর।
২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণ ফুটবলারদেরই বেশি প্রাধান্য দিয়েছেন মেনেজেসের। ইনজুরিতে আক্রান্ত নেইমারকে ছাড়া তরুণ ব্রাজিলকে রুখে দেয়ার দারুণ সামর্থ্য রয়েছে হাকিমির মরক্কোর। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়–পরাজয় অনেকাংশেই নির্ভর করবে কয়েকজনের পারফরম্যান্সের ওপর। বিশেষ করে রদ্রিগো, ভিনিসিয়ুস, কাসেমিরোদের ওপর আলাদা নজর থাকবে সকলের।
এফএম/দীপ্ত সংবাদ