বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড (এটিবিএল)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশান এভিনিউয়ে ডেলভিস্তা টাওয়ারে আলফামার্টের প্রথম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফামার্ট ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা জোকো সুসান্তো, মিতসুবিশি করপোরেশনের জেনারেল ম্যানেজার হিরোশি উয়েগাকি, ডেপুটি সিআরও (এশিয়া ও ওশেনিয়া) তোমোয়কি নিশিদা, মিতসুবিশি করপোরেশন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট শুজিরো নিশিদা, কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের সিইও সাইফুল ইসলাম।
‘Everyday Grocery Solution’ স্লোগানকে সামনে রেখে আলফামার্ট গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছে। প্রতিটি পণ্য সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে এবং সেবার মানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার। এর মধ্যে নির্ধারিত পণ্যে মূল্যছাড়, ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার এবং ফ্রি উপহারের ব্যবস্থা রয়েছে।
আলফামার্ট কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সাশ্রয়ী কেনাকাটার সুবিধা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে ঢাকা শহরে একশটিরও বেশি স্টোর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়া আলফামার্ট স্টোরের মাধ্যমে স্থানীয় পণ্য ও উদ্যোক্তাদের জন্য বাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আলফামার্টের যাত্রার মাধ্যমে দেশে আধুনিক খুচরা কেনাকাটার বিকাশ ঘটবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানো আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।