পে–স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির বলেন, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে–কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেয়া হয়েছে। পে–স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে–স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে–স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।
উপদেষ্টা আরও বলেন, বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে–কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
এসএ