৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে বারো আউলিয়ার শহর চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তারেক রহমান’কে স্বাগত জানান বিএনপি সিনিয়র নেতারা ও চট্টগ্রাম মহানগরীর নেতারা। এসময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামে বিএনপি শীর্ষ নেতাদের বিমানবন্দর দেখা গেছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬মে চট্টগ্রাম গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।
এসএ