ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে লাগলে তিনি দৌড়ে পালাবার চেষ্টা করেন।
পরে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে আরও দুটি গুলি করে সেগুলো তার শরীরে লাগেনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করে তার অপারেশন হয়।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।