আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩য় দিনের নির্বাচনি প্রচার–প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় একাধিক কর্মসূচিতে তিনি অংশ নিবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’–এ অংশ নিবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দিবেন তারেক রহমান।
চট্টগ্রামের কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান ফেনী জেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লা জেলার ৩টি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নিবেন তারেক রহমান। এসব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দিবেন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি গুলশান নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন।
এসএ