সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া–৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতী আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মহানগর হাকিম সোনাডাঙ্গা আমলি আদালতে এই মামলা দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার ওয়াজ মাহফিলের একটি অংশ ভাইরাল হয়েছে। যেখানে কোকোকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। এতে আরাফাত রহমান কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে।
আদালতের বিচারক মো. আসাদুর জামান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা থানায় প্রেরণ করেন। আগামী ২৪ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী বাবুল হাওলাদার বলেন, ইসলামী বক্তা আমীর হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করেন। এতে আমার মক্কেল ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেছেন এতে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের মানহানি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।