বান্দরবানের থানচিতে আবার অগ্নিকাণ্ডেন ঘটনা ঘটেছে। এবার থানচি বাজারে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৫০ টি দোকান। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরির পাড়ে একটি গেস্ট হাউসে আগুন দেখতে পান তারা। আশেপাশে বেশিরভাগ দোকান কাঁচা হওয়ায় মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০ টি দোকান। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপণ করা না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫০ টির মত দোকান পুড়ে গেছে। একটি গেস্ট হাউস থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
থানচি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা করা হলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২২ মার্চ থানচির বলিবাজারে অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনদিনের ব্যবধানে আবারও থানচি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
আফ/দীপ্ত সংবাদ