নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকলেও আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
মামুনুল হক বলেন, ‘আসন বণ্টনের বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে নতুন করে সমঝোতার সুযোগ নেই। তবে রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনের সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়া অব্যাহত থাকতে পারে।‘
তিনি আরও বলেন, ‘শরিয়া আইন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুল বুঝেছে। এ ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব এবং ভেঙে পড়া সমঝোতা আগামী ১২ ফেব্রুয়ারির আগেই পুনরায় ঠিক হতে পারে।‘
এদিন জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচন, জোটের নির্বাচনী ইশতিহার, স্লোগান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে।
বৈঠক চলাকালে জামায়াতের কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি জানান, নিজেদের নানা ব্যর্থতার কারণেই ১১ দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি।