রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লা জেলায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাহার রায়হান (সময় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর জীবন (জেলা প্রতিনিধি, এটিএন নিউজ)

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামসাধারণ সভায় ২০২৬২৭ সালের জন্য এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে ২০২৪২৫ সালের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি (৭১ টেলিভিশন) নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।

নবনির্বাচিত অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি আবুল খায়ের (আরটিভি), সহসভাপতি দিল রুবাইয়াৎ সৌরভী (চ্যানেল ওয়ান), সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন (এটিএন নিউজ) যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান (চ্যানেল ২৪), যুগ্ন সম্পাদক সৈয়দ আহসান হাবীব পাখী (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা (দীপ্ত টিভি), দফতর সম্পাদক রাজিব সাহা (চ্যানেল এস), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (এসএ টিভি), গ্রন্থনাপ্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. হুমায়ূন কবির মানিক (বিজয় টিভি), প্রচার সম্পাদক আবুল কালাম রুবেল মজুমদার (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক মো. মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি), শিক্ষাপ্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন ভূইঁয়া (জিটিভি), তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (স্টার টেলিভিশন)

নির্বাহী সদস্যরা হলেনখালেদ সাইফুল্লাহ (এখন টিভি), সাইফ উদ্দিন রনি (গ্লোবাল টেলিভিশন), আবু মুসা (মাই টিভি), তানভীর দিপু (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সুমন কবির (দেশ টেলিভিশন), মাহফুজ নান্টু (এনটিভি), রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি),

সাধারণ সদস্যরা হলেনমিজানুর রহমান মিনু (আনন্দ টিভি), সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন), আমির হোসেন (চ্যানেল এস), মো. মাঈন উদ্দিন (গাজী টিভি), আবুল খায়ের আশিক (বাংলা ভিশন টেলিভিশন), আবুল আলী (গ্রিন টিভি)

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More