মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি‘ ছোড়া গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যম‘কে এই তথ্য নিশ্চিত করেন ৬৪–বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। সকালে গুলি করতে করতে আরাকান আর্মি সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ঢুকে পড়ে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ হয় ।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।
এসএ