কুমিল্লা জেলা দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম পরিবহন‘ যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হলে বেলা ২টার পর যানবাহন চলাচল শুরু হয়।
দাউদকান্দি থানা অফিসার ইনচার্জ এম হালিম জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।
এসএ