রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন— তান জিয়ান, উ জুন ও ডং হংওয়েই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ–কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
ডিবি মিরপুর বিভাগ সূত্র জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করে।
এদিন আনুমানিক বিকেল ৫টা ৩০মিনিটে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ–১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সেগুলো সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল বিক্রেতারাও জড়িত। তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।