দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৪ জানুয়ারি) জেলা বিএনপি দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া–৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন বলে প্রাথমিকভাবে জেনেছি। ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ায় পা রাখতে যাচ্ছেন।
উল্লেখ্য, বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক যোগসূত্র।
সুত্র: ঢাকা পোস্ট
এসএ