আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ তথ্য জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে মনোনয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সবার দোয়া ও সমর্থন একান্তভাবে কামনা করছি।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
এসএ