ঢাকা–১৮ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা পাওয়ার পর যাচাই–বাছাই শেষে মাহমুদুর রহমান মান্না‘র মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শরফ উদ্দিন আরও জানান, ঢাকার আসনগুলোতে মোট ২৫৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা দিয়েছেন ১৭৪ জন। যাচাই–বাছাই শেষে ৫৪টি মনোনয়নপত্র বাতিল এবং ১১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে।
নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা–১৮ আসনের পাশাপাশি বগুড়া–২ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে, গত ২ জানুয়ারি বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে মান্না‘র মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়; প্রার্থীদের সহায়তা করাই তাদের মূল কাজ।’
এসএ