সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬

চবি ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে বাবার মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৫২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটভর্তি পরীক্ষায় এসে মো. ইব্রাহীম খলিল (৬০) নামে এক অভিভাবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তিনি মারা যান।

মো. ইব্রাহীম খলিল চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন। তার পৈত্রিক বাড়ি কুমিল্লা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে তিনি বাবা মো. ইব্রাহীম খলিলকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে (নতুন কলা অনুষদ) মেয়েকে পরীক্ষা হলে পৌঁছে দেয়ার পর হঠাৎ বাবা ইব্রাহীম খলিল বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

পরে তিনি বিশ্ববিদ্যালয় শহীদ আবদুর রবহলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে জানানো হয়। মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেন, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তবে এই ঘটনায় তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেয়া হবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More