সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬

এক নজরে জেনে নিন নির্বাচন সংক্রান্ত যত শব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসব ঘিরে গণমাধ্যম ও সাধারণ মানুষের আলোচনায় উঠে আসে নানা আইনি, প্রশাসনিক ও যান্ত্রিক শব্দ। নির্বাচনের সংবাদ বুঝতে বা নির্বাচনী আলোচনায় অংশ নিতে এই পরিভাষাগুলোর সঠিক অর্থ জানা জরুরি। পাঠকদের জন্য প্রধান প্রধান নির্বাচনী পরিভাষাগুলো সহজভাবে ব্যাখ্যা করা হলো:

সাধারণ নির্বাচনী পরিভাষা:

নির্বাচনী তফসিল (Election Schedule): নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা, যাচাইবাছাই ও প্রত্যাহারের সময়সীমা সম্বলিত আনুষ্ঠানিক ঘোষণা।

নির্বাচনী এলাকা (Constituency): ভৌগোলিক সীমানা অনুযায়ী নির্ধারিত এলাকা যেখান থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হন।

মনোনয়নপত্র (Nomination Paper): প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া আনুষ্ঠানিক আবেদনপত্র।

হলফনামা (Affidavit): প্রার্থীর সম্পদ, দায়দেনা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেওয়া আইনগত ঘোষণাপত্র।

ভোট গ্রহণ ও প্রক্রিয়া:

ব্যালট পেপার (Ballot Paper): যে কাগজে প্রার্থীদের নাম ও প্রতীক থাকে এবং ভোটাররা ভোট দেন।

ইভিএম (EVM): ইলেকট্রনিক ভোটিং মেশিন। কাগজের ব্যালটের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়ার যন্ত্র।

ব্যালট বক্স (Ballot Box): ভোট দেওয়ার পর ব্যালট পেপার যে বাক্সে রাখা হয়।

পোলিং এজেন্ট (Polling Agent): ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে নজরদারি করার জন্য নিযুক্ত প্রতিনিধি।

প্রিসাইডিং অফিসার (Presiding Officer): একটি নির্দিষ্ট ভোটকেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকা কর্মকর্তা।

আইনি ও কৌশলগত শব্দ:

নির্বাচনী আচরণবিধি (Code of Conduct): নির্বাচনের সময় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত পালনীয় নিয়মকানুন।

জামানত (Security Deposit): প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া নির্দিষ্ট পরিমাণ টাকা। নির্ধারিত পরিমাণ ভোট না পেলে এই টাকা বাজেয়াপ্ত হয়।

ইশতেহার (Manifesto): নির্বাচনে জয়ী হলে একটি দল কী কী কাজ করবে, তার লিখিত প্রতিশ্রুতি।

ভোটার তালিকা (Voters’ Role): ভোট দেয়ার যোগ্য নাগরিকদের নামের তালিকা।

ফলাফল সংক্রান্ত পরিভাষা:

সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (Simple Majority): যখন কোনো প্রার্থী অন্য প্রার্থীদের তুলনায় অন্তত একটি ভোট বেশি পেয়ে জয়ী হন।

বেসরকারি ফলাফল (Unofficial Result): ভোট গণনা শেষে কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে ঘোষিত ফলাফল।

গেজেট (Gazette): নির্বাচন শেষে বিজয়ীদের নাম সম্বলিত সরকারি প্রজ্ঞাপন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত (Elected Unopposed): যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন এবং তিনি সরাসরি জয়ী ঘোষিত হন।

প্রশাসনিক ও তদারকি সংক্রান্ত পরিভাষা:

রিটার্নিং অফিসার (Returning Officer): একটি বা একাধিক নির্বাচনী এলাকায় নির্বাচন পরিচালনার প্রধান কর্মকর্তা। সাধারণত জেলা প্রশাসকগণ (DC) এই দায়িত্ব পালন করেন।

সহকারী রিটার্নিং অফিসার (Assistant Returning Officer): রিটার্নিং অফিসারকে সহায়তার জন্য উপজেলা বা নির্দিষ্ট এলাকায় নিযুক্ত কর্মকর্তা।

স্ট্রাইকিং ফোর্স (Striking Force): নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিজিবি বা সেনাবাহিনীর বিশেষ টহল দল।

ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি (Electoral Inquiry Committee): নির্বাচনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য গঠিত বিচার বিভাগীয় কমিটি।

ভোট গণনা ও জয়পরাজয়ের সূক্ষ্ম পরিভাষা:

কাস্টিং ভোট (Cast Vote): মোট কতজন ভোটার ভোটকেন্দ্রে এসে প্রকৃতপক্ষে ভোট দিয়েছেন তার সংখ্যা।

বাতিল ভোট (Spoilt/Invalid Ballot): ভুলভাবে সিল দেয়া বা অস্পষ্টতার কারণে যে ভোটগুলো গণনার বাইরে রাখা হয়।

পোলড ভোট (Polled Vote): সংগৃহীত মোট বৈধ ও অবৈধ ভোটের সমষ্টি।

পুনর্গণনা (Recounting): ফলাফলে ব্যবধান খুব কম হলে বা প্রার্থীর আপিল থাকলে পুনরায় ভোট গণনা করা।

ভোট পুনর্নির্ধারণ (Re-poll): কোনো কেন্দ্রে কারচুপি বা গোলযোগের কারণে পুনরায় ভোট গ্রহণ করা।

রাজনৈতিক ও কৌশলগত শব্দাবলি:

জোট (Alliance): সমমনা কয়েকটি দল মিলে একসঙ্গে নির্বাচন করার সমঝোতা।

মহাজোট বা ঐক্যফ্রন্ট: বড় কোনো লক্ষ্য নিয়ে গঠিত দলগুলোর মোর্চা।

হেভিওয়েট প্রার্থী (Heavyweight Candidate): রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী বা জনপ্রিয় কোনো প্রার্থী।

তৃণমূল (Grassroots): দলের একদম মাঠ পর্যায়ের সাধারণ কর্মী বা সমর্থক।

সুইং ভোটার (Swing Voter): যারা কোনো নির্দিষ্ট দলের কট্টর সমর্থক নন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্তের মাধ্যমে ফলাফল বদলে দিতে পারেন।

আন্তর্জাতিক ও পর্যবেক্ষণমূলক শব্দ:

নির্বাচন পর্যবেক্ষক (Election Observer): দেশি বা বিদেশি সংস্থার প্রতিনিধি যারা নির্বাচনের স্বচ্ছতা যাচাই করতে কেন্দ্র পরিদর্শন করেন।

এক্সিট পোল (Exit Poll): ভোট দিয়ে বের হওয়া ভোটারদের মতামতের ভিত্তিতে গণমাধ্যমের করা সম্ভাব্য ফলাফল জরিপ।

ভোট কারচুপি (Rigging): জাল ভোট প্রদান, ব্যালট বাক্স ছিনতাই বা অন্য কোনো অবৈধ উপায়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা।

আরও কিছু গুরুত্বপূর্ণ টার্ম:

উপনির্বাচন (By-election): কোনো নির্বাচিত সদস্য মারা গেলে বা পদত্যাগ করলে সেই শূন্য আসন পূরণের জন্য অনুষ্ঠিত নির্বাচন।

মধ্যবর্তী নির্বাচন (Mid-term Election): পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দিয়ে নতুন করে যে নির্বাচন করা হয়।

সংরক্ষিত আসন (Reserved Seat): নারী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আইনসভা বা সংসদে নির্দিষ্ট করে রাখা আসন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More