ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক মাসের জামিন পেলেও প্রশ্ন উঠেছে রাহুলের সংসদ সদস্য পদ নিয়ে।
ক্ষমতাসীন বিজেপি বলছে, ভারতের জনপ্রতিনিধি নীতিমালা অনুযায়ী শাস্তি ঘোষণার সঙ্গে সঙ্গেই লোকসভার সদস্য পদও হারিয়েছেন তিনি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে কটূক্তির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের সুরাতের একটি আদালত। রাহুল গান্ধীকে আইপিসি ধারা ৪৯৯ ও ৫০০–এর অধীনে দোষী সাব্যস্ত করা হয় এবং সুরাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার আদালত ২ বছরের কারাদণ্ড দেন।
রাহুলের আইনজীবীরা বলছেন, উচ্চতর আদালতে জামিনের সিদ্ধান্ত সংক্রান্ত রায় না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদ খারিজের সম্ভাবনা নেই।
এদিকে, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার নির্বাচনের এক বছর আগে রাহুল গান্ধীর মুখ বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেছেন রাহুলের বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মানহানির অভিযোগ করা মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়ার প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা এ অভিযোগ করেন।
এফএম/দীপ্ত সংবাদ