নতুন বছরের প্রথম দিনেই (১ জানুয়ারি, বৃহস্পতিবার) দেশের সর্বত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পাঁচ দিন পর জেলায় সূর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা নেই। দিনভর হিম শীতল বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে ঠান্ডা বেড়েছে, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে তাপমাত্রা কমছে। ফলে সকাল ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে রয়েছেন। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীত নিবারণের জন্য ফুটপাতসহ গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের ভিড় বেড়েছে। অনেকেই সাধ্যমতো শীতবস্ত্র কিনছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।