তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। দেশের মানুষ নয়, ক্ষমতাসীনরা বেহেশতে আছেন। আর বিএনপি বেহেশতে যেতে আন্দোলন করছে। আসন্ন নির্বাচন নিয়ে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি যেভাবে সরকারের মার খাচ্ছে, ঠিক তেমনি বিএনপি সরকার জাতীয় পার্টিকেও মেরেছে।
বছরের পর বছর নির্যাতন সত্ত্বেও জাতীয় পার্টি টিকে উল্লেখ করে আছে মুজিবুল হক চুন্নু বলেন, দুই দলের (বিএনপি ও আ. লীগ) আমলে দেশের মানুষ কোনো সুখ পায়নি। দল দুটি মুদ্রার এপিঠ ওপিঠ।
বিএনপি–আ.লীগের মারমুখী অবস্থানে দেশের মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব অভিযোগ করেন, দেশে লুটপাট ও দুর্নীতির খেলা চলছে।
এফএম/দীপ্ত সংবাদ