আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার ৩টি আসনে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন তিনটি হলো— চট্টগ্রাম ৪, ১০ ও ১১।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিএনপি পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাকে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা)আসনে প্রার্থী করা হয়।
আর চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে নতুন করে বিএনপি মনোনোয়ন পেয়েছেন সাঈদ আল নোমান। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র।
এছাড়া, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–চট্টগ্রাম নগরের আংশিক) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরী‘কে মনোনয়ন দিয়েছে বিএনপি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
এসএ