আজ গ্রহগতির প্রভাবে অনেকের জন্য দিনটি হতে পারে সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিছু রাশির জন্য কাজের অগ্রগতি আসবে, আবার কারও জন্য প্রয়োজন হবে ধৈর্য ও সংযম। দেখে নিন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
আজ সিদ্ধান্তে দৃঢ়তা আসবে। পুরোনো কোনো কাজ শেষ হতে পারে। অযথা তর্ক এড়িয়ে চলুন।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকুন। প্রয়োজনীয় কেনাকাটায় দিন ভালো যাবে। পরিবারে আনন্দ পেতে পারেন।
মিথুন (২১ মে – ২০ জুন):
যোগাযোগে সাফল্য আসবে। লেখা, পড়াশোনা বা চুক্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
মানসিকভাবে সংবেদনশীল থাকতে পারেন। কাছের মানুষের কথায় মন ভালো হবে। বিশ্রাম প্রয়োজন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
নেতৃত্ব বা দায়িত্ব বাড়তে পারে। নিজের অবস্থান পরিষ্কার রাখুন। অহং এড়িয়ে চলুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
খুঁটিনাটিতে মনোযোগ দিলে কাজ নিখুঁত হবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
সম্পর্ক ও সহযোগিতার দিন। বন্ধুত্ব বা পার্টনারশিপে অগ্রগতি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
গোপন বিষয় প্রকাশ হতে পারে। আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। ইতিবাচক মনোভাব রাখুন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
কাজের চাপ বাড়তে পারে, তবে ফলও মিলবে। অর্থনৈতিক সিদ্ধান্তে বাস্তববাদী থাকুন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
নতুন চিন্তা বা পরিকল্পনা মাথায় আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনায় উপকার হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
সৃজনশীল বা আধ্যাত্মিক কাজে মন বসবে। একা কিছু সময় কাটালে শান্তি পাবেন।