১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভার, জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশ করে।
এর আগে বিকাল ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে তারেক রহমানের পক্ষে দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা–কর্মীদের নিয়ে জাতির বীর শহীদ সন্তানদের স্মরণ করেন।
তারেক রহমানের আগমন কেন্দ্র করে সাভার–আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করে। ব্যানার–ফেস্টুন হাতে উপস্থিত হন কয়েক হাজার নেতাকর্মী।
এর আগে বিকেল ৫টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধ উদ্দেশে রওনা হন তারেক রহমান।
এসএ