পটুয়াখালীর দুমকিতে ইজিবাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রবিউল (৬) ও ইব্রাহিম খান (৬০) নামের দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর আরও দুজন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপেজলার লেবুখালী–বাউফল মহাসড়কের পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রবিউল ও ইব্রাহিমের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা ও কলতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে বগা এলাকা থেকে একটি যাত্রীবাহি ইজিবাইক দুমকির উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই টমটমের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু রবিউলের মৃত্যু এবং ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দুমকি হাসাপাতালে নিয়ে গেলে সেখানে ইব্রাহিমের মৃত্যু হয়। অপর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। ইজিবাইক ও টমটমটি থানায় নিয়ে আসা হয়েছে।