ঘন কুয়াশায় বন্ধ থাকার ১১ ঘণ্টা পর আরিচা–কাজিরহাট নৌরুট এবং ১০ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া ও সোয়া ১০ টার দিকে আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, রাত ১১টা থেকে আরিচা–কাজিরহাট নৌরুট বন্ধ থাকার পর সকাল সোয়া দশটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় এ নৌরুটে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আরিচা–কাজিরহাট নৌরুটে চারটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল পৌনে দশটার দিকে এ নৌরুট স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। উভয় ঘাটে যানবাহনগুলো পারাপারের সিরিয়ালে আছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবার যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ