রোজার আগের দিন যেন কাঁচা বাজারগুলোতে আগুন জ্বলে। চট্টগ্রামে গেল কয়েকমাস ধরে অস্বাভাবিকভাবে দফায় দফায় বেড়েছে মাছ, মাংস, ডিম, মুরগিসহ নিত্য পণ্যের দাম।
শুক্রবার (২৩মার্চ) থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান। রমজান আসতে না আসতেই সব ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ১০ থকে ১৫ টাকা।
চাল,তেল ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও অস্থির চিনির বাজার। বাজারের অস্থিরতাকে সঙ্গে নিয়ে চলাটা যেন এখন আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের।
ক্রেতারা বলেন, গেল সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা কমলেও বেশি দরে বিক্রি হচ্ছে মুরগী সবজি ও সামুদ্রিক মাছ।
গেল সপ্তাহর তুলনায় সব ধরনের সবজির দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেগুন গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা থেকে বেড়েছে হয়েছে ৮০ টাকা কেজি, শষা, লেবু খেজুর, কলা সবকিছুই এখন আকাশচুম্বী। এর নানা অজুহাত দিলেন বিক্রেতারা।
সাধারণ ক্রেতারা আরও জানালেন, বাজারের অস্থিরতাকে সঙ্গে নিয়ে চলাটা যেন এখন আতঙ্ক বাড়াচ্ছে সাধারন মানুষের মধ্যে।
এদিকে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং আরো বেশি জোরদার করার কথা দরকার বলে মন্তব্য সাধারণ মানুষের।
যূথী/দীপ্ত সংবাদ