বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নাটোর থেকে ট্রেনে করে যাত্রা করেছে বিএনপির ২৫ হাজার নেতাকর্মী। এছাড়া সড়ক পথেও ঢাকায় যাচ্ছে অনেক নেতাকর্মী। বুধবার (২৪ ডিসেম্বর) এমনই তথ্য জানিয়েছেন নাটোর জেলা বিএনপি।
নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, নাটোর থেকে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে, ট্রেনটি ঈশ্বরদী থেকে নাটোর হয়ে ফিরে যাবে ঢাকায় এই ট্রেনে রাখা হয়েছে চারটি ট্রেন রাত দশটা বিশ মিনিটে নাটোরে স্টেশন থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া প্রতিদিন উত্তরবঙ্গ থেকে এসে নাটোর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেখানেও যাত্রীরা যাচ্ছে অন্যান্য দিনে তুলনায় আজ যাত্রী সংখ্যা বেশি
সাহেদুল আলম/এজে/দীপ্ত সংবাদ