বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করতে বিএনপি নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান দেশের মাটিতে অবতরণ করবে।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ প্রায় প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলও বৃদ্ধি পেয়েছে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। দেশজুড়ে মানুষ ঐতিহাসিক মুহূর্তটি দেখতে এবং তারেক রহমানের কণ্ঠস্বর শোনার জন্য ঢাকার দিকে ছুটছে।
এর মধ্যে ৩০০ ফিট এলাকায় নজর কেড়েছেন ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরা ইউনুচ হাওলাদার। তিনি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা। নিজের তৈরি ধানের শীষের পোশাক পরে ইউনুচ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং লাইভ রিলস বানাচ্ছেন।
২০১৮ সালের আগে তিনি রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক ছিলেন। পরে গ্রামের বাড়িতে ফিরে অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। রাজনীতির প্রতি আগ্রহ এখনও অব্যাহত। দেশের যে কোনো জেলায় বড় সমাবেশ হলে দেখা মেলে তাকে। ধানের শীষ কেটে নিজেই পোশাক তৈরি করেছেন।
গণমাধ্যমে ইউনুচ বলেন, “ঢাকা রওনা দেওয়ার অধীর আগ্রহ ছিল। আমি ২০ তারিখে ঢাকায় এসেছি শুধু নেতাকে দেখার জন্য। যতক্ষণ না আমার নেতা আসে, দেখা করতে পারব না, ততক্ষণ পর্যন্ত কষ্ট মনে করি না।” তিনি আরও বলেন, রাতে ঘুমানোর সময় পোশাক খুলে রাখবেন, এবং ফজরের নামাজের পর আবার এটি পরবেন। বিএনপির প্রোগ্রামে ডাক পেলেই তিনি সেখানেই উপস্থিত থাকবেন। তারেক রহমানের ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তনের মুহূর্তে এই পোশাক পরা তার অনুভূতি ব্যক্ত করার একটি রূপ।