ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে এই বিক্ষোভ করছে তারা।
বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকাটি তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তাদের বাধা দেয়।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েক দিন ধরেই ভারতে এই বিক্ষোভ চলছে।
এদিকে, বিক্ষোভের ফলে নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।