টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেসিং করার সময় মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যায় সখীপুর–মির্জাপুর সড়কের বেলতলী এলাকায় ঘটে। নিহতদের মধ্যে দুইজন দশম শ্রেণির ছাত্র।
নিহতরা হলেন, উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবীর (১৬), একই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে লিখন (১৬), এবং কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের রউফ খার ছেলে সাব্বির (১৮)। আহত মাজিদুলকে তৎক্ষণাত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।