সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

তারেক রহমানকে বরণে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/ অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করেছে বিএনপি। এ অবস্থায় ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এছাড়া স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ীপোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনারাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুররাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের চলাচল স্থগিত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে যাত্রা স্থগিতে যাত্রীদের সাময়িক অসুবিধায় রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

চাহিদার ভিত্তিতে কক্সবাজারঢাকাকক্সবাজার, জামালপুরময়মনসিংহঢাকাজামালপুর, টাঙ্গাইলঢাকাটাঙ্গাইল, ভৈরববাজারনরসিংদীঢাকানরসিংদীভৈরববাজার, জয়দেবপুরঢাকা ক্যান্টনমেন্টজয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়ঢাকাপঞ্চগড়, খুলনাঢাকাখুলনা, চাটমোহরঢাকা ক্যান্টনমেন্টচাটমোহর, রাজশাহীঢাকারাজশাহী এবং যশোরঢাকাযশোর রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

উল্লেখ্য, এ বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরণ হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More