শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিন পদত্যাগ করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে উপাচার্য ও উপ–উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দফতরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় উপ–উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনা শেষে উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।