০
চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। পরে তার কবরে রক্তজবা ফুলগাছ রোপণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষের উপস্থিত হন।
শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নেন পধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনী প্রধানসহ রাজনৈতিক নেতারা।
এসএ