বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ‘জরুরি ভিত্তিতে’ দলের সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটির‘ বৈঠক ডেকেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল ভরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়,, জরুরি ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে রাত ৮টা ৩০ মিনিটে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ দিকে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
শুক্রবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং বিকাল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এসএ