ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পর ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ সিপু, মারিয়া আক্তার লিমা।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রবিবার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি।
এসএ