ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি‘কে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানী এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ৮টা ৬ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘তাঁর মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি।’
তিনি জানান, পরিবারের সম্মতিতেই ওসমান হাদিকে এভারকেয়ারে নেওয়া হয়। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার নেওয়ার কথা বলে।
ঢামেক পরিচালক আরও বলেন, পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য শরিফ ওসমান হাদিকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ারে নেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসএ