সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে শীতের দাপট। দুদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে রয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৬ শতাংশ৷ দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতায় জনজীবনে নেমেছে স্থবিরতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। দিনের ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল থেকে প্রবাহিত হওয়া হিমেল বাতাস আর কনকনে শীতে কাঁপছে পথচারীরসহ ছিন্নমূল মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিমবাতাসের প্রভাবে এ অঞ্চলের তাপমাত্রা দিন দিন হ্রাস পাচ্ছে। কয়েকদিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা পারদ ১০ এর ঘরে অবস্থান করলেও সপ্তাহখানেক পরে এই তাপমাত্রা আরও নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি৷