শান্তি চুক্তি ভেঙে আধিপত্য বিস্তার এবং স্লেজিং–বুলিংয়ের মতো ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজ কয়েকজন শিক্ষার্থী হামলা চালায়। এতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হয়। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি–স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে এসে কলেজটির শিক্ষার্থীদের ওপর হামলা করে। এরপর দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ২টি সাউন্ড গ্রেনেড এবং ৫টি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন। পরে ওই পুলিশ সদস্যকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
নিউমার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ উঠে। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।
ওসি আরও বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ‘ গড়ে তোলার লক্ষ্যে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশ মধ্যস্থতায় ‘শান্তিচুক্তি‘ করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা।
এসএ