সর্বত্তোরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ডেকে থাকছে পুরো এলাকা। বিপাকে নিন্ম আয়ের মানুষ।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯২ শতাংশ৷
দুই দিন যাবৎ অপরিবর্তিত রয়েছে দিনের ও রাতের তাপমাত্রা। সকাল সকাল সূর্যের মুখ দেখা দিলেও নেই কোন উত্তাপ। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়৷
গতকাল সকাল ৯ টায় এই সর্বোনিন্ম তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।