লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এসময় ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান।
এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন ডা. জুবাইদা রহমান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা।
খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হবে। এটি আজ সকালে ঢাকায় আসার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।
কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে না আসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হতে পারে।