নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের কারনে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন। বুধবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেকু দিয়ে ভবন ভাঙার কাজ করে একদল কর্মী।
এদিকে শাহজাহান নামে আহত আরো এক শ্রমিক শেখ হাসিনা হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ডালপট্টিতে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। বাকি ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি নাসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ডালপট্টিতে এখন পর্যন্ত আজকে একজন নিয়ে তিন জন মৃত্যুবরণ করেছে। আরো বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখানে গাফলতির প্রশ্ন বিচারের প্রশ্ন তো আসবেই। আমরা কথা হলো পরিস্কার যেখানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সমন্বয়ের অভাবে এই কাজ করা হয়না
এমি/দীপ্ত