লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জোংরা ইউনিয়নের সমসের নগরে ৮৪৬নং সীমানা পিলারের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়াসহ কয়েকজন ব্যক্তি ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন যে, বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যান। সঙ্গীরা পরে সেখান থেকে দ্রুত সরে যান।
এ দিকে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করেছে।
৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহ ফেরত আনতে বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেয়া হয়েছে।