২৩
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে দেখতে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিন বাহিনীর প্রধান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা।