দেশের ঐতিহাসিক স্থাপত্যকে উপজীব্য করে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন নোটটি প্রথমবারের মতো প্রচলন শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই ৫০০ টাকার নোটটি ৪ ডিসেম্বর প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে এটি অন্যান্য অফিস থেকেও বাজারে ছাড়া হবে।
নকশায় ঐতিহ্য, সুরক্ষায় আধুনিকতা
১৫২ মি.মি.×৬৫ মি.মি. আকারের সবুজ রঙের এই নোটের নকশা অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থাপত্যের প্রতিচ্ছবি বহন করে। সম্মুখভাগে: স্থান পেয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। পেছনের অংশে: মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে জাতীয় প্রতীক শাপলা। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নিচে ইলেকট্রোটাইপ ‘৫০০’।
১০ নিরাপত্তা বৈশিষ্ট্য: রং বদলাবে ‘৫০০’
নতুন এই নোটে মোট ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নোট জাল করা কঠিন করবে। এর মধ্যে
উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো:
রং পরিবর্তনশীল কালি: ডানদিকে থাকা মূল্যমান ‘500’ উন্নত রঙ–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা। নোট নাড়াচাড়া করলে রং সবুজ থেকে নীল হবে।
নিরাপত্তা সুতা: বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। আলোয় ধরলে এটিতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্টভাবে দেখা যাবে এবং নাড়াচাড়া করলে সুতার লাল অংশ সবুজ হয়ে সোনালি বার চলমান দেখা যাবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা: ডানদিকে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রয়েছে।
উঁচু ছাপ: ইন্টাগ্লিও কালি ব্যবহারের কারণে শহীদ মিনার ও সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শে উঁচু অনুভূতি পাওয়া যাবে।
পুরনো নোট চালু থাকবে
বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকরা ৫০০ টাকার নমুনা (Specimen) নোট টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করতে পারবেন।