দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে তিন হাজার ১২০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম–৬ পদ্ধতিতে দুই হাজার ৬৫১ কোটি ছয় লাখ ৪০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১২০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলারে।
গত ২৪ নভেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম–৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০৮ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলারে।