শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫

সরকারি চাল কেনার ভিডিও ধারণ করায় সাংবাদিককে লাঞ্চিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবির চাল কেনাবেঁচার সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপু‌রে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন প‌রিষদে এ ঘ‌টে। সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

হামলাকারীরা হলেন, উপজেলার দোবিলা গ্রামের মৃত খোকার ছেলে সাহেদ আলী তার ছেলে আরিফুল আরেক ছেলে আশিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে হতদরিদ্রের জন্য ভিডব্লিউবি বরাদ্দকৃত ৩০ কেজি ভিজিডি চাল উপকারভোগীদের কাছে কম দামে ক্রয় করছিলেন চালের ব্যাপারী সাহেদ। এ সময় সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাহেদ ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় তার ছেলে আরিফ, আশিকসহ আরও কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই সাংবাদিকদের ওপর হামলা করে তাকে লাঞ্ছিত ও মারধর করে আঘাত করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়রা উদ্ধার করে নিরাপত্তা জায়গায় নিয়ে যায়। পরে ওই সাংবাদিককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাগুড়া বিনোদ ইউনিয়ন প‌রিষ‌দের বারান্দায় সামনে চাল সিন্ডিকেট ব্যাপারী সাহেদ তার ছেলে আরিফ ও আশিকসহ কয়েকজন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ সাংবা‌দিক‌দের ওপর চড়াও হচ্ছেন এবং অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ ক‌রতে দেখা যায়। এক পর্যা‌য়ে প‌রিষ‌দের বারান্দা থে‌কে ধাক্কা দি‌য়ে ভিতরে ঢুকে দীপ্ত টেলিভিশ‌ন ও খবরের কাগজের সাংবাদিককে লাঞ্ছিত করে নি‌চে ফে‌লে দেন।

সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির অভিযোগ করে বলেন, ঘটনার সময় সাংবা‌দিক‌দের ওপরও হামলা ক‌রে এক‌টি ক‌্যা‌মেরা ও নগদ টাকা ছি‌নি‌য়ে নেয়া হয়েছে। এ বিষ‌য়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি বলেন, সামান্য সরকারি চাল ক্রয় ও বিক্রয় করতে নিষেধ করায় একজন সাংবাদিকের যদি এ পরিস্থিতিতে পড়তে হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই সকল চাল সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন। আমি তার শাস্তি দাবি করছি, তাকে অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, সাংবাদিকদের সঙ্গে যে আচরণ ও বাজে ব্যবহার করা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন, সিরাজগঞ্জ প্রেসক্লা‌ব, তাড়াশ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবা‌দিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ ।

সিরাজুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More